শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ ১৩ আগস্ট ২০২৪
কলকাতায় আবারও একসঙ্গে ধরা দিলেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। জানা গেল, পরিচালক রণরাজের আসন্ন ছবি 'পরিচয় গুপ্ত'-তে জুটি বাঁধছেন তারা।
গত সোমবার দক্ষিণ কলকাতায় সেই ছবির শ্যুটিং হয়। শ্যুটিংয়ে কী হল, পর্দায় সোহম-প্রিয়াঙ্কার রসায়নসহ ছবির বিভিন্ন বিষয়ে সম্প্রতি কলকাতার গণমাধ্যমে আলোচনা করেন সহশিল্পী ও অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জি। জানালেন, সোহম-প্রিয়াঙ্কা জুটি বাঁধা এই ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
'পরিচয় গুপ্ত' ছবিতে অভিনেত্রী বিবৃতি একজন পত্রিকার সাংবাদিক। সেই চরিত্রে অভিনয় প্রসঙ্গে বিবৃতি বলেন, 'পেশার কারণে অনেক সাংবাদিকের মুখোমুখি হয়েছি। প্রত্যেকে পেশার প্রতি অত্যন্ত দায়বদ্ধ। আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব।'
ছবিতে সোহম 'আকাশ', প্রিয়াঙ্কা 'মেঘলা'। সাংবাদিকের চরিত্রের নাম 'বৃষ্টি'। ঘটনার ঘনঘটায় এক বিশুদ্ধ প্রেমের খোঁজে সাংবাদিক হিসেবে বেরিয়েই আবিষ্কার করবেন সোহম-প্রিয়াঙ্কাকে। যারা আধুনিক প্রজন্মের হয়েও মনের দিক থেকে গভীর প্রেমে ডুবতে ভালোবাসেন।
শোনা যাচ্ছে, আগামী ৩০ আগস্ট রণরাজের প্রথম ছবি 'পরিচয় গুপ্ত' মুক্তি পাচ্ছে। ছবিতে অন্ধ জমিদারের চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। নারীবেশে দেখা যাবে জয় সেনগুপ্তকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, অবন্তিকা ব্যানার্জি প্রমুখ। 'কলকাতার হ্যারি'র পর এই ছবিতে আবারও জুটি সোহম-প্রিয়াঙ্কা। সে কথা জানাতেই খুশির রেশ ছিল সোহমের কণ্ঠে। জানালেন, বিপরীতে চেনা অভিনেত্রী থাকলে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। কারণ, আগে থেকেই রসায়ন তৈরি। ছবিটি বিশুদ্ধ প্রেমের- জানালেন ছবির নায়ক।
বিজ্ঞাপন