আমি ন্যায়বিচার পেয়েছি: পরীমণি!

আমি ন্যায়বিচার পেয়েছি: পরীমণি!

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১১:২০ ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা: সোমবার সকালে সাদা রঙের একটি প্রাডো গাড়িতে করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত হন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার সাথে ছিলেন আইনজীবীরা, যাদের নিয়ে লিফটে চড়ে সিজেএম আদালতের সাততলায় এজলাসকক্ষে যান তিনি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ (নাসির উদ্দিন মাহমুদ) কর্তৃক দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায়, সকাল ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরীমণি।

শুনানির সময় পরীমণির পক্ষ থেকে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত যুক্তি তুলে ধরেন। পরে, আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত কক্ষে বেঞ্চে বসে পড়েন পরীমণি। তার আইনজীবী জামিননামা প্রস্তুত করেন, যেখানে দুইজন জামিনদার স্বাক্ষর করেন। এরপর পরীমণি আদালত ভবনের নিচতলায় নেমে আসেন।

জামিন পাওয়ার পর, আদালত ভবনের নিচতলায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমণি। তিনি জানান, ‘আমি খুব খুশি যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আমি বিশ্বাস করি, আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাব। আজ আমি আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছি।’

এছাড়াও, জামিন পাওয়ার পর পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়, যাতে লেখা ছিল, ‘আলহামদুলিল্লাহ’।

এর আগে, ব্যবসায়ী নাসিরের দায়ের করা মামলায় গত রবিবার পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরীমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয় এবং তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিল মাসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেয় সিজেএম আদালতে। এর পর, গতকাল এই মামলায় পরীমণি ও জুনায়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে, ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা দায়ের করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন যে, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন, এবং পরবর্তীতে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর, রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমণি তাকে ব্লু লেবেল অ্যালকোহল দেওয়ার জন্য চাপ দেন এবং রাজি না হলে তাকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমণি তার দিকে গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে লাগে।

২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি ব্যবসায়ী নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এছাড়াও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি এবং তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ, যা এখনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
 

বিজ্ঞাপন