শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:১৬ ১১ জানুয়ারী ২০২৫
ফেসবুকে তারকারা প্রায় সময়ই নানা রকম পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। তাদের কাজ, ব্যক্তিগত জীবনের মুহূর্ত বা ভাবনা প্রকাশের মাধ্যমে তারা অনুপ্রেরণা দেন অনেককেই। এই প্রতিবেদনটিতে একনজরে দেখে নিন তারকাদের সাম্প্রতিক ফেসবুক কার্যকলাপ।
পূর্ণিমার ভাবনার কথা
চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে কোনো নতুন ছবিতে অভিনয় করছেন না, তবে একটি নতুন অনুষ্ঠানের কাজে ব্যস্ত রয়েছেন। মাঝেমধ্যে উপস্থাপনার কাজেও দেখা যায় তাঁকে। ফেসবুকে বেশ সক্রিয় এই তারকা আজ শনিবার কিছু স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি তোমার মানসিকতা বদলাও, তাহলে বদলে যাবে তোমার জীবন।’
আরিফিন শুভর রহস্যময় পোস্ট
তিনটি নতুন ছবির মুক্তির অপেক্ষায় থাকা চিত্রনায়ক আরিফিন শুভ বর্তমানে ভারতে নতুন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। যদিও কাজের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর মধ্যে ফেসবুকে নতুন ফটোশুটের ছবি পোস্ট করছেন। আজকের পোস্টে একটি ছবির সঙ্গে লিখেছেন, ‘কী?’ ক্যাপশনের অর্থ কী, তা পরে হয়তো জানাবেন এই তারকা।
সাবিলা নূরের শীতকালীন অভিজ্ঞতা
ছোট পর্দার প্রিয়মুখ সাবিলা নূর বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখানে ঘোরাঘুরির বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন তিনি। বরফঢাকা স্থানের একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শীতের স্বপ্নরাজ্যে হাঁটাহাটি।’
সমাপ্তি মাসুকের ইতিবাচক বার্তা
অভিনেত্রী সমাপ্তি মাসুক ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাসি... এটি একটি ফ্রি থেরাপি।’
তারকাদের এই পোস্টগুলো তাদের ভক্তদের জন্য আনন্দ এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে।
বিজ্ঞাপন