শুক্রবার , ০৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:১২ ১১ ফেব্রুয়ারী ২০২৫
বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ তাদের সম্পর্কের কারণে প্রায়ই চর্চায় থাকেন। তবে তাদের বয়সের ব্যবধান নিয়ে নানা কটাক্ষ করা হয়। সম্প্রতি এমনই এক সমালোচনার জবাব দিলেন সাবা। বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন ও তার প্রেমিকা সাবা আজাদ ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বয়সের পার্থক্য নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। কেউ কেউ হৃতিককে ‘বাবার বয়সী’ বলে কটাক্ষও করেন।
সম্প্রতি এক ব্যক্তি সাবাকে উদ্দেশ্য করে এমনই একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কড়া জবাব দিয়েছেন সাবা। তিনি লিখেছেন,
"ওকে সুমিত আঙ্কেল জি। হতে পারে আপনার জগতে যখন লোকেরা প্রেমে পড়ে তখন তাঁরা অক্ষম হয়ে যায়, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের টেবিলে খাবার যাদুবলেই এসে যায়! বাহ!"সাবার এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২০২২ সালে করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে হাজির হন হৃতিক ও সাবা। এরপর থেকেই তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিতে থাকেন। গত বছরের অক্টোবরে তাদের সম্পর্ক তিন বছর পূর্ণ করে, যা তারা একে অপরকে উৎসর্গ করেন।
হৃতিক রোশন এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০০০ সালে তাদের বিয়ে হয় এবং দুই সন্তানের জন্মের পর ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
(সূত্র: হিন্দুস্থান টাইমস)
বিজ্ঞাপন