রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি সংগৃহীত
প্রকাশিত: ০৭:৩৯ ২১ ডিসেম্বর ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া সময়ের আলোচিত মডেল কন্যা ফারজানা সিথি। সেই সময়ে রাজপথে ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন “কুইন”, “বাঘিনী” “আয়রন লেডি” বিশেষণে। আন্দোলনের সময় দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করায় ভাইরাল হন ফারজানা সিথি। ওই সময় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্য ব্যয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরবর্তীতে জনপ্রিয় গায়ক ও মডেল আসিফ আকবরের গানে মডেল হয়ে আবারো আলোচনায় আসেন মডেল কন্যা ফারজানা সিথি।
সম্প্রতি এক টকশোতে আলোচিত এই মডেল কন্যা বলেন জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদকে বিয়ে করতে চান তিনি। বলেন, ‘যদি বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করি তাহলে রাজনীতিবিদকে করবো কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে- তাই রাজনীতিবিদ চয়েজ করবো।’
এই সময় ফারজানা সিঁথি বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই। তাই পছন্দের তালিকায় সবার প্রথমে রাজনীতিবিদ রাখতে চাই।
বিজ্ঞাপন