কারিনার রহস্যময় পোস্ট: বিচ্ছেদের ইঙ্গিত?

কারিনার রহস্যময় পোস্ট: বিচ্ছেদের ইঙ্গিত?

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৫:১০ ১০ ফেব্রুয়ারী ২০২৫

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারো শিরোনামে! স্বামী সাইফ আলী খানের ওপর হামলার পর থেকেই নানা গুঞ্জন চলছে। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন কারিনা, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পোস্টে কারিনা লিখেছেন—
"বিয়ে, বিচ্ছেদ, উদ্বিগ্নতা, সন্তান জন্মদান, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্ব—তুমি কখনও বুঝবে না, যতক্ষণ এসব তোমার সঙ্গে না ঘটবে।"

এই পোস্টকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে— তাহলে কি কারিনা ও সাইফের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে?

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সাইফ আলী খান মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে হামলার শিকার হন। এক দুর্বৃত্ত সাইফকে গুরুতর আহত করেন, এবং পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। যদিও এই হামলাকে পারিবারিক কলহ হিসেবে দেখছেন কেউ কেউ, তবে কারিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার এই পোস্ট কি নিছক উপলব্ধির বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সংকেত? আপাতত এই রহস্যের সমাধান মেলেনি। তবে বলিউডের এই তারকা দম্পতির দিকেই এখন সবার নজর।

বিজ্ঞাপন