শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ ৩০ জুলাই ২০২৪
নায়িকা ববিতার আজ জন্মদিন। কারো কারো অভিনয়ও হয়ে উঠতে পারে কবিতা। যেমন ববিতার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী তিনি। সাদাকালো সিনেমা তার অভিনয়ে হয়ে উঠত রঙিন। আর সিনেমায় রঙিন যুগ আসার পর যা হল, সেসব তো লেখাই আছে দৃশ্যে দৃশ্যে।
উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা সত্যজিতের ঢাকাই নায়িকা ববিতা। আজ তার ৭১তম জন্মদিন। কদিন আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলিন, আর অপেক্ষা করছিলেন আজকের দিনে শুভেচ্ছাসিক্ত হতে।
রূপালি পর্দায় ববিতাকে দেখে অনেক নারী উজ্জীবিত হয়েছেন। জীবনকে নতুন করে চিনতে শিখেছেন। তার অভিনয় প্রভাব রাখতো মানুষের মনে। তখনকার দিনে বাংলা সিনেমাকে এ দেশের মানুষ করে নিয়েছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। সিনেমার কথা উঠলেই প্রিয় নায়িকা ববিতার নামটিও উঠে আসতো। দেশীয় সিনেমাকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যেতে যাদের অবদান ছিল, ববিতা তাদের অন্যতম। শুধু তাই নয়, বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকাই সিনেমার নাম লিখলে ববিতার কথাও লিখতে হবে আজও। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত।
বিজ্ঞাপন