শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ ২৬ এপ্রিল ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও পর্দায় ফিরলেন, তবে এবার ভিন্ন এক ভূমিকায়। নিয়মিত অভিনয়ে অনুপস্থিত থাকলেও, নতুনভাবে আলোচনায় এসেছেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’-এর বিচারক হয়ে। মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত এই আয়োজনে স্টুডিও রাউন্ড থেকে পূর্ণিমা যুক্ত হয়েছেন বিচারকের আসনে।
কয়েক মাস আগে ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতা শুরু হলেও পূর্ণিমা বর্তমানে চূড়ান্ত পর্বের বিচারকদের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের সেরা রন্ধনশিল্পীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পূর্ণিমা নিজেকে যুক্ত করে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বলেন, "এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি, তবে রান্না বিষয়ক শোতে প্রথমবারের মতো কাজ করছি। এখানে প্রতিযোগীদের প্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করছি এখান থেকে অনেক ভালো রন্ধনশিল্পী উঠে আসবে।"
অভিনয়ে অনিয়মিত হলেও শোবিজে পূর্ণিমার উপস্থিতি সবসময়ই আলোচিত। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অংশ নেন তিনি। সাম্প্রতিক সময়ে কয়েকটি ওয়েব কনটেন্টেও দেখা গেছে তার অভিনয়ের ঝলক। পাশাপাশি, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও মিডিয়া কার্যক্রমেও সরব উপস্থিতি বজায় রেখেছেন তিনি।
ব্যক্তিজীবনে পূর্ণিমা বেশ গোছানো ও পরিপাটি জীবনযাপন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ভীষণ সক্রিয়। তার অসংখ্য ভক্ত সেখানে তাকে প্রতিনিয়ত ভালোবাসা ও সমর্থন দিয়ে যাচ্ছেন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মনের মাঝে তুমি’ পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতে তার অভিনয় আরও জনপ্রিয়তা এনে দেয়।
রিয়াজ, মান্না, শাকিব খানসহ ঢালিউডের প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পূর্ণিমার প্রতি দর্শকের ভালোবাসা আজও অটুট রয়ে গেছে। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং অভিনয়প্রতিভা একত্রে তাকে পরিণত করেছে বাংলার মানুষের মনে চিরস্থায়ী এক ভালোবাসার প্রতীকে।
অন্যদিকে, অভিনয়ের খবরে এখন কিছুটা বিরতি থাকলেও, তার অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ এখনও নির্মাণাধীন রয়েছে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই দুটি সিনেমার কাজ ২০১৮ সালে শুরু হলেও নানা কারণে এগুলো থমকে গেছে। পূর্ণিমার বিপরীতে ‘গাঙচিল’-এ অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ এবং ‘জ্যাম’-এ আরিফিন শুভ। তবে সিনেমাগুলোর নির্মাতা এখন পর্যন্ত মুক্তির সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেননি।
সব মিলিয়ে বলা যায়, পূর্ণিমা নতুন করে আবারও দর্শকদের ভালোবাসার মঞ্চে ফিরেছেন। অভিনয় হোক কিংবা বিচারকের আসন— তার প্রতিভার ঔজ্জ্বল্য যেন কখনও ম্লান হয় না।
বিজ্ঞাপন