শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৯ ২৩ নভেম্বর ২০২৪
মাত্র ২২ বছর বয়সে বিশ্ব ফুটবল জয় করে নতুন চ্যালেঞ্জের খোঁজে ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা আলভারেজ। তবে সম্প্রতি তার খেলার বাইরের জীবন নিয়ে বড়সড় এক গুঞ্জন শোনা গেছে।
বাল্যকালের বান্ধবী মারিয়া এমিলিয়া ফেরেরোর সঙ্গে লম্বা সময় ধরে প্রেমের সম্পর্কের মধ্যেই নতুন প্রেমের গুঞ্জন আলভারেজের। ইতালি এবং আর্জেন্টিনার বেশকিছু গণমাধ্যম সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৈরুতের সাবেক পর্ণ তারকা মিয়া খলিফার সঙ্গে প্রেম করছেন আলভারেজ। এই গুঞ্জন নিয়ে আলভারেজ চুপ থাকলেও মিয়া খলিফা মুখ খুলেছেন।
মিয়া খলিফার চেয়ে বয়সে অনেকটাই ছোট আলভারেজ। এই বিষয়টি নিয়েই আর্জেন্টাইন তারকাকে খোঁচা মেরে মিয়া খলিফা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিষয়টি পরিষ্কার করে দিতে চাই। আমি কারো সঙ্গে প্রেম করছি না। যদি আমি কারো সঙ্গে প্রেম করিও, এমন কারো সঙ্গে করব না যে নাইন ইলেভেনের সময় কোথায় ছিল সেটা জানে না।’
বিজ্ঞাপন