শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:২৯ ২৩ নভেম্বর ২০২৪
যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কী যন্ত্রণা...এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার কণ্ঠে শোনা গেল হৃদয়ভাঙার কথা।
পরীমণি সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের যন্ত্রণা এবং হারানোর অনুভূতি প্রকাশ করেছেন। তার স্ট্যাটাসে বলা হয়, "নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!" এ স্ট্যাটাসটি দেখে অনেকেই অনুমান করছেন, এটি তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর পরবর্তী প্রতিক্রিয়া হতে পারে।
ইসমাইল হোসেন জমাদ্দার ২২ নভেম্বর ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। ২০১২ সালে পরীমণির সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু পরে তাদের বিচ্ছেদ ঘটে। যদিও পরীমণি কখনোই এই বিয়ে নিয়ে মিডিয়ার সামনে খোলামেলা আলোচনা করেননি, তার ঘনিষ্ঠরা জানিয়েছেন যে, ইসমাইলের মৃত্যুর খবর শুনে পরীমণি কষ্ট পেয়েছেন। তবে, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
এছাড়াও, অনেকেই মনে করছেন যে, পরীমণি তার শামসুল হক গাজী, যিনি এক বছর আগে মারা গিয়েছিলেন, তার মৃত্যু সম্পর্কেও এই স্ট্যাটাসটি লিখতে পারেন।
বিজ্ঞাপন