মঙ্গলবার , ০৭ জানুয়ারি, ২০২৫ | ২৩ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:১৬ ৪ জানুয়ারী ২০২৫
এদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মান। একটা সময় প্রচুর নাটক করেছেন। এক ঘণ্টার নাটক, ধারাবাহিক নাটকে নিয়মিত ছিলেন। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন তিনি। কিন্তু, হঠাৎ করেই অভিনয় কমিয়ে দেন। এরপর গত ৮ বছর আর অভিনয় করেননি।
রিচি সোলায়মান বলেন, '৮ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। তার মূল কারণ হচ্ছে আমার দুই সন্তান। ওদের সময় দিয়েছি। ওদের বড় করেছি। সন্তানদের প্রাধান্য আমার কাছে আগে ছিল।' দীর্ঘ বিরতির পর ফিরলেন ওয়েবফিল্ম 'গিরগিটি' নিয়ে। সম্প্রতি শুটিং করেছেন কলকাতায়।' গিরগিটি' ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন বিজয়া জানা। প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
সম্প্রতি ব্যবসায় নেমেছেন তিনি। এমনকি শুটিংয়েও ফিরেছেন। ডিসেম্বরের শেষদিকে উত্তরায় শুরু করেন বিউটি পার্লারের ব্যবসা। যেটির উদ্বোধন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এবার নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করছেন তিনি। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে।
দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পী বলেন, 'জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা, এইসব সৃষ্টিকর্তার দান। মানুষের ভালোবাসা সত্যিই বড় বিষয়। এটাকে আমি সম্মান করি।'
বিজ্ঞাপন