হাত জোর করে সোনাক্ষী বললেন, "এবার দয়া করে থামুন"

হাত জোর করে সোনাক্ষী বললেন, "এবার দয়া করে থামুন"

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৫৮ ১৩ জানুয়ারী ২০২৫

সোনাক্ষী সিনহা সাধারণত অত্যন্ত শান্ত ও হাস্যোজ্জ্বল থাকেন, এবং পাপারাৎজিদের সঙ্গে তার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। তবে এবার এক ক্যামেরাপার্সনের অতিরিক্ত ছবি তোলার কারণে মেজাজ হারালেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সোনাক্ষী মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে ছিলেন তার স্বামী জহির ইকবাল। অনুষ্ঠান চলাকালে এক ক্যামেরাপার্সন সোনাক্ষীকে তাড়া করে একের পর এক ছবি তোলায় অভিনেত্রী প্রথমে শান্ত থাকলেও পরে তার ধৈর্য হারান।

ভিডিওতে সোনাক্ষীকে বলতে শোনা যায়, "এবার আপনি থামুন! অনেক হয়েছে!" তারপর অভিনেত্রী হাত জোর করে ক্যামেরাপার্সনের উদ্দেশে অনুরোধ করতে শুরু করেন। তার এই আচরণের পর, ক্যামেরাপার্সনেরা সরে গিয়ে অভিনেত্রীকে কিছুটা জায়গা দিতে বাধ্য হন।

সোনাক্ষীর ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত, গত বছর তিনি জহির ইকবালের সঙ্গে বিয়ে করেছেন। সাত বছরের সম্পর্কের পর তাদের বিয়ের ঘোষণা আসে। গত বছর সোনাক্ষীকে 'কাকুড়া' ছবিতে পর্দায় দেখা গেছে।

 

 

বিজ্ঞাপন