রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৪২ ১২ ফেব্রুয়ারী ২০২৫
ভালোবাসা দিবস উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য আসছে বিশেষ চমক! জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা এবার দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক ও শিল্পী সেলিম মার্চেন্টের সঙ্গে। শিরোনাম— ‘বৃষ্টি বিলাস’।
গত বছর সোমেস্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয় ‘বৃষ্টি বিলাস’। তখনই সিঁথির মনে হয়েছিল, গানটি দ্বৈত কণ্ঠে আরও আকর্ষণীয় হতে পারে। সেই ভাবনা থেকেই তিনি গানটি শুনিয়েছিলেন বলিউডের সেলিম মার্চেন্টকে। গানটি শুনে মুগ্ধ হন সেলিম এবং দ্বৈত কণ্ঠে গাওয়ার প্রস্তাব গ্রহণ করেন।
"সেলিম মার্চেন্টের মতো একজন নন্দিত সংগীতজ্ঞকে সহশিল্পী হিসেবে পাওয়া আমার জন্য সত্যিই আনন্দের। নিখাদ রোমান্টিক এই গানটি ভালোবাসা দিবসে আমার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। আশা করি, এটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।"
শুধু ‘বৃষ্টি বিলাস’-ই নয়, সিঁথি সাহা আরও বেশ কিছু বাংলা ও হিন্দি গান রেকর্ড করছেন। এর মধ্যে অন্যতম, উপমহাদেশের জনপ্রিয় গায়ক সাফকাত আমানত আলীর সঙ্গে দুটি হিন্দি গান। এছাড়াও, ভবিষ্যতে সেলিম মার্চেন্টের সঙ্গে আরেকটি হিন্দি গান করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
ভালোবাসা দিবসে প্রকাশ পেতে যাচ্ছে ‘বৃষ্টি বিলাস’। সংগীতপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিঁথি সাহা ও সেলিম মার্চেন্টের এই বিশেষ দ্বৈত গানের জন্য। আপনার প্রত্যাশাই বা কেমন? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে!
বিজ্ঞাপন