শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:২০ ১৪ সেপ্টেম্বর ২০২৪
অভিনয়ে নিয়মিত না থাকলেও বিভিন্ন কর্মকান্ডে নিয়মিয়ই আলোচনায় ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো চিত্রনায়িকা বুবলীর সমালোচনা আবার কখনো সাবেক স্বামী শাকিব খানের প্রশংসা যেন তার আলোচনায় থাকার মূলমন্ত্র। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর হঠাৎ একটি রহস্যময় পোস্ট ঘিরে কুল কিনারা খুঁজছেন ভক্তরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল ব্যাকগ্রাইন্ডে সাদা রঙের অক্ষরে অপু লেখেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’
অপুর এমন পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে তা জানতেই নেটিজেনদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। অনেকেই নায়িকার এমন পোস্টের কারণ খুঁজেছেন। অনেক ভক্তই আবার অপুর এমন মন্তব্যে সহমত পোষণ করেছেন। নায়িকাকে জানাচ্ছেন শুভ কামনা। তবে চাইলেই যে কেউ অপুর পোস্টে মন্তব্য করতে পারবেন না। কারণ অপু তার এ পোস্টের কমেন্ট বক্স লিমিট করে রেখেছেন।
এ স্ট্যাটাসের আগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ছিলেন অপু বিশ্বাস। বানভাসী মানুষদের দিয়েছিলেন ত্রাণ সহায়তা। এর মাঝেই হঠাৎ অভিনেত্রীর এমন রহস্যময় পোস্ট ভাবিয়ে তুলেছে অপু ভক্তদের।
বিজ্ঞাপন