বুধবার , ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ ১৪ মে ২০২৫
সম্প্রতি শেষ হয়েছে তারকাবহুল সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। তবে টুর্নামেন্ট শেষে তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আয়োজনে অংশগ্রহণকারী কিছু অভিনেত্রীর পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে উঠেছে ‘ক্রিকেটের নামে অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ। এ অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন লিগের তিনজন নির্মাতা ও ছয়জন অভিনেত্রীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশপ্রাপ্ত নির্মাতারা হলেন প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা এবং আলিশা। অভিযোগ অনুযায়ী, এদের মধ্যে অনেকে অশালীন পোশাক পরে ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে ক্রিকেট খেলার নামে সামাজিক মাধ্যমে ও দর্শকদের সামনে অশ্লীলতা ছড়িয়েছেন, যা দেশের সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী।
লিগ্যাল নোটিশে বলা হয়, বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী দেশ। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পরিবার নিয়ে ক্রিকেট উপভোগ করে থাকেন। এ কারণেই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে। কিন্তু, এবারের লিগে কিছু অংশগ্রহণকারী নারী শিল্পী এমনভাবে পোশাক পরিধান ও আচরণ করেছেন যা সাধারণ দর্শকের জন্য বিব্রতকর এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিশেষ করে অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেন, “ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?” — এই বক্তব্যকে কেন্দ্র করেই মূলত বিতর্ক চরমে ওঠে। এটি প্রমাণ করে যে, ক্রিকেটের নামে সচেতনভাবে অশ্লীলতা ছড়ানো হয়েছে, যা দেশের সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে এবং ধর্মীয় মূল্যবোধ মেনে চলে। তাই, এই ধরণের আয়োজনগুলোতে শালীনতা বজায় রাখা উচিত। একইসঙ্গে নির্মাতাদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা সংশ্লিষ্টদের শালীন ড্রেস কোড মেনে চলতে পরামর্শ দেন এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে পদক্ষেপ নেন।
লিগ্যাল নোটিশে ৯ জনের প্রত্যেককে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তারা অশালীন পোশাক ও আচরণে জড়িত ছিলেন। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং ১৩ মে পর্দা নামে। পাঁচ দিনব্যাপী এই টি-২০ ফরম্যাটের খেলায় অংশ নিয়েছিল চারটি দল—গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স এবং স্বপ্নধরা স্পারটানস। চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস, যেখানে খেলেছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ ও মেহজাবীন চৌধুরী।
এখন দেখার বিষয়—আইনজীবীর পাঠানো এই লিগ্যাল নোটিশের পর সংশ্লিষ্টরা কী জবাব দেন এবং এই বিতর্কের কী পরিণতি হয়। তবে এতটুকু স্পষ্ট—সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ এখন কেবল মাঠের খেলা নয়, সামাজিক ও আইনি লড়াইয়েরও একটি বড় মঞ্চে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন