শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রিয়াজুল রিজু। ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৩:৩৫ ৫ আগস্ট ২০২৪
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক রিয়াজুল রিজু। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের পাশে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এই সময় ছররা গুলির আঘাতে আহত হয়েছেন এই চিত্র পরিচালক।
জানা গেছে, তার শরীরের চারটি স্থানে ছররা গুলি লেগেছে। এখন বাসায় চিকিৎসা চলছে।
দেশের একটি গণমাধ্যমকে ঘটনার কথা জানিয়ে রিজু বলেন, ‘আমি পরিচালনার পাশাপাশি সাংবাদিকতা করি। যে কারণে টাঙ্গাইলে অনেক সাংবাদিক বন্ধুবান্ধব আছেন। তাদের সঙ্গেই কথা হচ্ছিল। পাশেই কিছুটা দূরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। অনেক শব্দ পাচ্ছিলাম। হঠাৎ শিক্ষার্থীরা দৌড়াতে শুরু করে। এমন সময় পুলিশের ছোড়া গুলি এসে আমার শরীরে লাগে। কিছু বুঝে ওঠার আগেই চারটি গুলি লেগেছে।’
আহত হওয়ার পর প্রথমে টাঙ্গাইলের হাসপাতালে চিকিৎসা নেন রিজু। এখন বাসায় তার শুশ্রূষা চলছে।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রিজু আরও যোগ বলেন, ‘আমি শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে সায় দিয়েছি। কিন্তু এখানে নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি করছে দেশের রাষ্ট্রব্যবস্থা। এটা স্বাধীন কোনো দেশে হতে পারে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
উল্লেখ্য, ২০১৫ সালে নিজের প্রথম সিনেমা দিয়ে চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিজু। তার প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ আটটি ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।
বিজ্ঞাপন