রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৫৮ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
ক’দিন ধরেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার নতুন ছবি ‘ডাকু মহারাজ’ বক্স অফিসে সাফল্যের দাবি করছে নির্মাতারা। মাত্র চার দিনে ১০৫ কোটির ব্যবসা করার দাবি করা হলেও, বিতর্ক উঠেছে তার ছবির একটি গানের নাচ নিয়ে।
এই গানে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণ একসঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। তবে তাদের নাচের অঙ্গভঙ্গি ও মুদ্রা নিয়ে উঠেছে প্রবল সমালোচনা। অনেকেই বলেছেন, অশালীন ও অযথা প্রদর্শনীমূলক এই নাচ গ্রহণযোগ্য নয়।
প্রথমদিকে সমালোচনার মাঝেও নীরব ছিলেন উর্বশী। বরং সাফল্যের আনন্দে তিনি বলেছিলেন, সফল হলে সমালোচনা আসবেই। নিজেকে ‘ভাগ্যবতী’ বলেও উল্লেখ করেন তিনি।
কিছুদিনের মধ্যে অভিনেত্রী নতুন মন্তব্য করেছেন। তিনি বলেন, নৃত্যগুরু শঙ্করের সঙ্গে এটি তার চতুর্থ কাজ। মহড়ার সময় সব ঠিকঠাক থাকলেও দর্শকের কাছে গানটি ভিন্নভাবে ধরা পড়েছে বলে মনে করেন তিনি।
"আমি বুঝতেই পারিনি নাচটা দর্শক এভাবে নেবেন! কখনোই এটা কাঙ্ক্ষিত ছিল না।" উর্বশী আরও বলেন, নন্দমুরি বালাকৃষ্ণের মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। এবং তাদের নাচকে শিল্পের প্রতি শ্রদ্ধা হিসেবেই দেখছেন তিনি।
বিজ্ঞাপন