শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৪২ ১১ জানুয়ারী ২০২৫
বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর তার ২৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা, যেমন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে করণের সঙ্গে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের দ্বন্দ্ব নিয়ে আলোচনা বরাবরই উত্তপ্ত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই দ্বন্দ্ব নতুন মাত্রা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, সর্বত্র তাদের দূরত্ব ও মতবিরোধ উঠে এসেছে। গত ছয় বছরে এই সম্পর্কের অবনতি ছিল নজরকাড়া।
তবে সম্প্রতি কঙ্গনার একটি মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তার আসন্ন সিনেমা ‘এমার্জেন্সি’র প্রচারের সময় এক সাক্ষাৎকারে কঙ্গনা করণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই প্রস্তাবের সঙ্গে শর্তও জুড়েছেন কঙ্গনা।
তিনি বলেন,“করণ স্যারের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা। আমি তাকে খুব ভালো একটা চরিত্র দেব এবং এমন সিনেমা বানাবো যেখানে শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না।”
কঙ্গনার এই মন্তব্যকে ঘিরে বলিউডের অন্দরমহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, করণ জোহর এই প্রস্তাবে কী প্রতিক্রিয়া দেবেন? বলিউড ভক্তরা তাদের দীর্ঘ দিনের এই দ্বন্দ্বের নতুন মোড় দেখার অপেক্ষায়।
বিজ্ঞাপন