শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:২৩ ১১ জানুয়ারী ২০২৫
পশ্চিমবঙ্গের সংগীতজগতে আবারও বিতর্কের ঝড়। জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর বহুল আলোচিত গান ‘নীলাঞ্জনা’-কে কেন্দ্র করে সম্প্রতি এক মন্তব্য করেছেন ক্যাকটাস ব্যান্ডের প্রধান ভোকাল সিধু। এই মন্তব্যে চটেছেন নচিকেতার ভক্তরা।
সম্প্রতি ‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সিধু দাবি করেন, নচিকেতার ‘নীলাঞ্জনা ১’ গানটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের একটি গান থেকে অনুপ্রাণিত। তিনি উল্লেখ করেন ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়’ গানটির লাইন এবং সুরের মিল।
সিধুর কথায়, ‘“নীলাঞ্জনা ১” গানটির সুর ফিডব্যাকের গান থেকে নেওয়া হয়েছে। এ ধরনের উদাহরণ সংগীতজগতে প্রচুর আছে।’ তবে তিনি এ-ও জানান, তাঁর মন্তব্যের উদ্দেশ্য কোনো শিল্পীকে অপমান করা নয়।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। নচিকেতার ভক্তরা সিধুকে কটূক্তি করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে নচিকেতা নিজে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে রাজি নন। তিনি আনন্দবাজারকে বলেন, ‘সিধুর যা মনে হয়েছে, সেটাই বলেছে। এতে আমার রাগ করার কিছু নেই।’
সিধুর বক্তব্য নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেকের নিজস্ব মতামত আছে। কে কী বলল, তা নিয়ে আমি সময় নষ্ট করি না।’ তবে নচিকেতার ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না।
সিধুর দাবি নিয়ে নতুন বিতর্কের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের সংগীতজগৎ। অনেকেই বলছেন, সংগীতে অনুপ্রেরণার বিষয়টি নতুন কিছু নয়, তবে শিল্পীর সম্মান অক্ষুণ্ণ রাখা উচিত।
বিজ্ঞাপন