ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিবের ‘দরদ’!

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিবের ‘দরদ’!

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১১:০৯ ১৩ জানুয়ারী ২০২৫

শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। নির্মাতা অনন্য মামুন প্রথমে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশসহ পাঁচটি ভাষায় ভারতে একযোগে মুক্তি পাবে এই সিনেমা। কিন্তু বাস্তবে সে পরিকল্পনার বাস্তবায়ন দেখা যায়নি।

২০২২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও ‘দরদ’ ভারতে এখনও মুক্তি পায়নি। তবে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। এবার জানা গেছে, ভারতে মুক্তির আগেই ‘দরদ’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।

আইস্ক্রিন নামক ওটিটি প্ল্যাটফর্ম তাদের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে জানিয়েছে, শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ তাদের প্ল্যাটফর্মে আসছে। তবে ভারতে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

পাকিস্তানেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, পরিবেশক প্রতিষ্ঠান প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দরদের প্রমোশনের ক্ষেত্রেও ছিল তীব্র সমালোচনা। নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, সিনেমার টিজার প্রকাশ হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। শাকিব-ভক্তদের সঙ্গে বড় আয়োজন করে ট্রেলার প্রকাশেরও পরিকল্পনা ছিল। কিন্তু কোনো কিছুই বাস্তবে ঘটেনি।

এর প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। মুক্তির প্রথম দিনে কিছু দর্শক হলে গেলেও, দ্বিতীয় দিন থেকেই চিত্র পাল্টে যায়। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব জায়গায় দর্শকশূন্যতা দেখা দেয়।

‘দরদ’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা এবং বাংলাদেশের ইমতু রাতিশসহ আরও অনেকে।

দর্শকের কাছে কতটা সাড়া ফেলতে পারে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘দরদ’, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন