রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:৩১ ১০ ফেব্রুয়ারী ২০২৫
দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নতুন এই ধারাবাহিকের নাম ‘ভাল্লাগে না’, যেখানে দেখা যাবে বিয়ে এবং সংসারজীবন নিয়ে এক ভিন্নধর্মী গল্প।
বিয়েভীতি এবং সংসারজীবনের ভয় কীভাবে একটি মনস্তাত্ত্বিক বিষয় হয়ে দাঁড়ায়, তা নিয়েই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগে না’। নাটকটি প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক।
‘ভাল্লাগে না’ নাটকটির গল্প আবর্তিত হয়েছে পুলক নামের এক যুবককে ঘিরে, যার বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়। ইতোমধ্যেই সাতবার তার বিয়ে ভেস্তে গেছে। অবশেষে জানা যায়, পুলক নিজেই গোপনে বিয়ে ভেঙে দিতেন, কারণ তার বিয়ে এবং সংসার ভালো লাগে না!
এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার সঙ্গে রয়েছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীনসহ আরও অনেকে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনায় হানিফ খান।
"এই নাটকটির গল্প খুবই ইউনিক। বিয়ে এবং সংসারজীবন নিয়ে ভিন্নধর্মী মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এখানে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।"
নাটকটি প্রচারিত হচ্ছে সপ্তাহে তিনদিন—শনিবার থেকে সোমবার, রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।
বিজ্ঞাপন