রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:০৬ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
দর্শক, এবার চলুন জেনে নিই আজকের সবচেয়ে আলোচিত সাংস্কৃতিক আয়োজন সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। তিন দিনের এই উৎসবের সমাপনী আয়োজনটিই সবচেয়ে বড় চমক। কারণ, আজ সন্ধ্যায় মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় রকস্টার জেমস ও তার ব্যান্ড নগর বাউল।
গত ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আয়োজনের শেষ দিন আজ। উৎসবে ছিল মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক, চিত্রাঙ্কনসহ নানা আয়োজন। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সমাপনী দিনের কনসার্ট।
শুধু জেমসই নয়, একই মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর সদস্যরাও। উৎসবটি আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের প্রতিপাদ্য— ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
তাহলে, যারা ঢাকায় আছেন, তারা এক মুহূর্ত দেরি না করে পৌঁছে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, যেখানে অপেক্ষা করছে তারুণ্যের উচ্ছ্বাস আর সংগীতের জাদু।
বিজ্ঞাপন