শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:৪৮ ১৪ জানুয়ারী ২০২৫
বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে তাঁর অভিনব স্টাইল ও ব্যক্তিগত ভাবনার মাধ্যমে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। মঙ্গলবার তিনি রেড হল্টার নেক ইভিনিং গাউনের সাতটি স্থিরচিত্র পোস্ট করেছেন। ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সন্দেহের ছায়ায়’। পোস্টটি এক ঘণ্টার মধ্যে প্রায় ৪,০০০ রিঅ্যাকশন এবং ৫০০-এরও বেশি মন্তব্য অর্জন করেছে। ভক্তদের অনেকে ছবিগুলো নিজেদের ওয়ালে শেয়ার করেছেন।
বর্তমানে জয়া পাবনায় অবস্থান করছেন, যেখানে তিনি একটি ওয়েব সিরিজ, ‘জিম্মি’-র শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবীর ভূমিকায় অভিনয় করছেন। কয়েক দিনের মধ্যেই শুটিং শেষে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত আকরাম খান পরিচালিত ছবি ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি তরুণ প্রজন্মের জন্য শিক্ষামূলক বলে দর্শকদের অভিমত। জয়া নিজেও ছবির প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া নুহাশ হুমায়ূন পরিচালিত একটি সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন জয়া। তিনি জানান, শুটিং চলাকালে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে, তবে কাজটি তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।
‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন জয়া। তিনি জানান, ছবিটির নির্মাণ এতটাই অনবদ্য যে এটি রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।
জয়া আহসান তাঁর অভিনয় ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। প্রতিটি কাজেই তিনি রেখে চলেছেন তাঁর অনন্য স্বাক্ষর।
বিজ্ঞাপন