বিয়ে নিয়ে প্রশ্নে টাবুর আপত্তি !

বিয়ে নিয়ে প্রশ্নে টাবুর আপত্তি !

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:২৩ ১১ জানুয়ারী ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু, যিনি ৫৩ বছর বয়সেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে চলেছেন, সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার কৌতূহল তার ভক্তদের মধ্যে বরাবরই ছিল।

তবে, একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন,
“আপনারা আমার বিয়ে করার সিদ্ধান্তটি জানতেই বা চাইছেন কেন? এটা সত্যিই বিরক্তিকর।”

অভিনেত্রীর মতে, বিয়ে সম্পর্কিত যেকোনো প্রশ্ন তার কাছে অর্থহীন এবং এসব প্রসঙ্গ তাকে বিরক্ত করে। তার এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এদিকে, টাবুর কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি তার অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুবই সংযমী ও আত্মনির্ভরশীল। তার মন্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবনের এই বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে আলোচনা করতে পছন্দ করেন না।
 

বিজ্ঞাপন