রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৩৭ ১২ ফেব্রুয়ারী ২০২৫
চার বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও নৃত্যশিল্পী-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এবারের নাটকের গল্প ভিন্নধর্মী। ঈদ উপলক্ষে নির্মিত ‘কোনো একদিন’ নাটকে দম্পতির চরিত্রে দেখা যাবে তাদের।
চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তখন ছিলেন শিক্ষক ও ছাত্রীর ভূমিকায়। এবার তারা ফিরেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এক ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে ঘিরে, যার বোনম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন। এমন সময় এক যুবকের আগমন ঘটায় পাল্টে যায় পরিস্থিতি। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা ও আজম খান।
নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক। আসন্ন ঈদে তাদের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। দর্শকদের জন্য এটি এক বিশেষ উপহার হতে যাচ্ছে।
বিজ্ঞাপন