নায়িকা থেকে প্রযোজক: নতুন ভূমিকায় বুবলী

নায়িকা থেকে প্রযোজক: নতুন ভূমিকায় বুবলী

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:১২ ২৩ ফেব্রুয়ারী ২০২৫

শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শবনম বুবলীর। একজন সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। ৯ বছরের ক্যারিয়ারে ‘দেয়ালের দেশ’ ও ‘প্রহেলিকা’র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে এবার প্রযোজক পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলি।

জানা গেছে, বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে। প্রথম উদ্যোগ হিসেবে কোরবানির ঈদে একটি নাটক নির্মাণ করা হবে, এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে।

এ বিষয়ে বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে। এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন। অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পন্ন কাজ করতে চাই।’

প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বুবলী। তিনি বলেন, ‘আমি চাই নতুনদের সঙ্গে কাজ করতে। অনেকেই প্রতিভাবান, কিন্তু বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য আমাদের দুয়ার খোলা।’

বুবলী জানান, ‘আমি সিনেমার মানুষ, তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে তার আগে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

বর্তমানে প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে তার একাধিক সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ‘পিনিক’ ও ‘জংলি’ নামের দুটি সিনেমার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন