বৃহস্পতিবার , ০৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১১:৩৪ ২৭ জানুয়ারী ২০২৫
টেলিভিশন সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সব ক্ষেত্রেই নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বোন দেবশ্রী গাঙ্গুলী। তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। তবে মাঝে মাঝে কিছু বিতর্ক তাকে ঘিরে থাকে। সম্প্রতি, অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির বিয়েতে দেবশ্রীকে দেখা যায়, এবং সেখানে সিঁথিতে ছোট্ট সিঁদুর পরায় নতুন গুঞ্জন ওঠে—তাহলে কি গোপনে বিয়ে করেছেন শুভশ্রীর বোন?
এমন গুঞ্জনের প্রতিক্রিয়ায় ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন দেবশ্রী গাঙ্গুলী। দেবশ্রী জানান, "মল্লিকার বিয়েতে সিঁদুর পরার পর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছি। আসলে আমি একটু বিরক্ত।"
তিনি আরো বলেন, "যে শাড়িটি পরেছিলাম এবং যেভাবে সাজগোজ করেছিলাম, সেখানেই সিঁদুরটি মানানসই ছিল। যদি সেটা না পরতাম, তাহলে সাজটাই অসম্পূর্ণ মনে হতো, তাই পরেছি। আমি তো বিবাহবিচ্ছিন্ন বা বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। সুতরাং সিঁদুর পরতে আমি বাধ্য নই। আমি কোন সমাজে ক্ষতি করছি এমন কিছু করছি না।"
দেবশ্রীর মতোই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখাও বিভিন্ন সময় সিঁদুর পরেছেন। তবে এ নিয়ে বিভিন্ন মতামত আছে। রেখা একসময় জানিয়েছিলেন, তার সাজগোজের সাথে সিঁদুরের যে সমন্বয়, সেটি তার পছন্দের এবং তাই তিনি পরেন।
বিজ্ঞাপন