অপু বিশ্বাস বললেন, বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি!

অপু বিশ্বাস বললেন, বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩ ২২ জানুয়ারী ২০২৫

চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অজানা গল্প শেয়ার করেছেন। তিনি বলেন, বাবা-মা তার জন্ম নিয়ে আগ্রহী ছিলেন না। অপু বিশ্বাসের জন্ম হয়েছিল তিন ভাইবোনের পর, যা তার বাবা-মায়ের কাছে একটি বড় সিদ্ধান্ত ছিল না নেয়ার মত পরিস্থিতি।

অপু বিশ্বাস বলেন, “বাবা-মা সেই সময় এতটা বুঝতে পারতেন না। মায়ের মুখে শোনা ছিল, যে পাঁচ মাস পর হয়তো তারা জানতে পারেন যে আমি আসছি। তখন মা-বাবা চাইছিলেন না যে আমি পৃথিবীতে আসি, কারণ আমাদের তিন ভাইবোন ছিল।”

অপু আরও জানান, তার বাবা ছিলেন প্রিয়, তবে তার কাকা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। “কাকা আমার সবকিছু। স্কুলের দিনগুলো থেকে আমার সকল আবদার ছিল কাকার কাছে,” উল্লেখ করেন অপু।

অপু বিশ্বাসের শেষ দেখা গেছে দুটি সিনেমা—‘ট্র্যাপ’ এবং ‘ছায়াবৃক্ষ’—যা গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল।

 

 

 

 

বিজ্ঞাপন