তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় মনামীর নজরকাড়া উপস্থিতি!

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় মনামীর নজরকাড়া উপস্থিতি!

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮ ১২ ফেব্রুয়ারী ২০২৫

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় এবার এক বিশেষ মুহূর্ত সৃষ্টি করলেন অভিনেত্রী মনামী ঘোষ। ফ্যাশনিস্টা রূপে তিনি সকলের মন জয় করেছেন, আর তার উপস্থিতি ছিল একেবারে অনবদ্য। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির জন্য মনামী ঘোষ অভিনয় করেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। আর এই ছবির জন্য তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন।

তবে, মনামী শুধু অভিনয়ে নয়, বরং ফ্যাশনে নজর কাড়লেন। বিশেষভাবে ডিজাইন করা একটি শাড়িতে রেড কার্পেট স্টাইল করেছেন তিনি, যার আঁচলে আঁকা ছিল ‘পদাতিক’ ছবির কাহিনী এবং মৃণাল সেনের অবয়ব। এই শাড়িটি ছিল একরকম শ্রদ্ধাঞ্জলি, যেখানে শিল্প ও চলচ্চিত্রের সংমিশ্রণ স্পষ্ট ছিল।

এই ছবির জন্য তার ভূমিকা এবং তার শাড়ির ডিজাইন, দুটি বিষয়ই ফেস্টিভ্যালে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

বিজ্ঞাপন