নায়িকা থেকে খলনায়িকা! ‘পিনিক’ ছবিতে পর্দা কাঁপাতে আসছেন বুবলি

নায়িকা থেকে খলনায়িকা! ‘পিনিক’ ছবিতে পর্দা কাঁপাতে আসছেন বুবলি

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩ ১২ মে ২০২৫

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার প্রেক্ষাগৃহগুলো সেজে উঠছে নতুন রূপে। সঙ্গে তাল মিলিয়ে প্রেক্ষাগৃহগুলোয় মুক্তি পেতে যাচ্ছে একের পর এক দেশীয় চলচ্চিত্র। গুঞ্জন আছে, এবারের ঈদুল আজহায় অন্তত সাতটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমায় দেখা যাবে জনপ্রিয় সব তারকাকে, যার মধ্যে অন্যতম শবনম বুবলি।

গত কয়েক বছর ধরেই ঈদের বড় পর্দায় একের পর এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বুবলি। তবে এবারের ঈদে তিনি দর্শকদের সামনে আসছেন একেবারেই নতুন রূপে—নায়িকা থেকে খলনায়িকায় রূপান্তর ঘটেছে তার পর্দা-চরিত্রে। প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি ‘পিনিক’ নামের একটি থ্রিলারধর্মী ছবিতে।

জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আদর আজাদ। এর আগেও ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন এই দুই তারকা। এবার ‘পিনিক’ তাদের তৃতীয় যৌথ সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে আসছে।

‘পিনিক’-এ প্রতিশোধ, রহস্য, অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর এক গল্প তুলে ধরা হয়েছে। ছবিটির গল্পে প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের তীব্রতা দর্শকদের মনে সৃষ্টি করবে নতুন উত্তেজনা। বুবলির চরিত্রটি হবে গল্পের মূল চমক, যা বদলে দেবে তার পর্দা-ব্যক্তিত্বের গতিপথ।

ছবিটিতে আরও রয়েছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু এবং আজাদ আবুল কালামের মতো গুণী অভিনেতারা। এই শক্তিশালী কাস্টিং এবং থ্রিলারধর্মী চিত্রনাট্য দর্শকদের সিনেমা হলে টেনে নেবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরে বুবলির ‘জংলি’ মুক্তি পেয়েছিল। তার আগেও ‘দেয়ালের দেশ’ ও ‘লোকাল’ ছবিগুলো ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। ধারাবাহিকভাবে ঈদের রিলিজ তালিকায় জায়গা করে নেওয়া বুবলি এবার নতুন রূপে, খলনায়িকার চরিত্রে নিজেকে প্রমাণ করতে কতটা সফল হন—তা সময়ই বলবে।
 

বিজ্ঞাপন