রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:০৯ ১৯ জানুয়ারী ২০২৫
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল সম্প্রতি বিয়ে করেছেন। যদিও বিয়ের তারিখটি তিনি প্রকাশ করেননি, তবে বিয়ের পর তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৫টি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন।
শনিবার রাত থেকেই দর্শনের বিয়ের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হতে শুরু করে। ছবিগুলিতে তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দ এবং ভালোবাসার ছোঁয়া।
দর্শনের স্ত্রীর নাম সুরেলিয়া। তিনি পেশায় একজন আর্কিটেক্ট এবং পাশাপাশি একজন প্রফেশনাল ডিজাইনার ও উদ্যোক্তা।
বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে শুরু করে প্রেম, এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
দর্শন নিজের সোশ্যাল মিডিয়ায় বেশকিছু বিয়ের ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ এই পোস্টটি দর্শনের অনুরাগীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নবদম্পতিকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছে।
২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশ নিয়ে দর্শন রাভাল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি বলিউডের বেশ কিছু সিনেমায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বিজ্ঞাপন