শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১২:৩৫ ১৩ জানুয়ারী ২০২৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনয়ের পাশাপাশি নানা কারণে আলোচনায় থাকেন। তার দুই দশকের ক্যারিয়ারে টিভি, সিনেমা, এবং ওটিটিতে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন। 'ছিটকিনি', 'হালদা', 'গহীন বালুচর' এর মতো সিনেমা এবং 'কষ্টনীড়', 'অসময়' এর মতো ওটিটির কাজের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা।
এবার, তিনি দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন। তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’ সিনেমাটি উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে। এতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।
এ বিষয়ে রুনা খান জানান, "বছরের শুরুতে দর্শকরা আমার এই কাজটি দেখতে পাবেন, এ কারণে নতুন বছর আমার কাছে বিশেষ আনন্দের। পৃথিবীর অনেক দেশের সিনেমার সঙ্গে আমার অভিনীত এই কাজটিও জাতীয় জাদুঘরে ১৫ই জানুয়ারি সন্ধ্যায় প্রদর্শিত হবে। আমি মনে করি, একজন অভিনেত্রী হিসেবে বছর শুরু করার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।"
যৌনকর্মীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে রুনা বলেন, "আমার সিনেমার পরিচালক তৌফিক এলাহি প্রথম সিনেমা ‘নীলপদ্ম’। এই কাজটি নিয়ে তিনি দীর্ঘ সময় যৌনকর্মীদের জীবন ও সামাজিক অবস্থান নিয়ে গবেষণা করেছেন। আমি দৌলতদিয়ায় গিয়ে প্রথম শুটিং করেছি। তাদের পোশাকের বিষয়ে সাহায্য নেওয়া হয়েছে, কারণ আমি সাদামাটা পোশাক নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাদের পোশাক ছিল খুবই রঙিন।"
রুনা আরও বলেন, "শুটিংয়ের সময় ওদের সঙ্গে অনেক কথা হয়েছে। তারা খুব সাদামাটা জীবনযাপন করে।"
বিজ্ঞাপন