রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৪:৪৯ ১৪ ফেব্রুয়ারী ২০২৫
আজ মুক্তি পাচ্ছে দুটি নারীপ্রধান সিনেমা, যা চলচ্চিত্র প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। প্রথম সিনেমা, ‘জলে জ্বলে তারা’, একটি ভাসমান নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি, যেখানে দেখা যাবে মিষ্টি একটি প্রেমের অধ্যায়ও। সরকারি অনুদানে অরুন চৌধুরী পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা, যিনি সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে মিথিলা জানান, "মূলত একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প হলেও ছবিতে একটি প্রেমের অধ্যায়ও রয়েছে।" ছবির পরিচালক অরুন চৌধুরী বলেন, "আমি চাই চরিত্রটি যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে।" মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, যিনি এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন মিথিলার সঙ্গে। নাঈম জানান, "আমাদের রসায়নটা ছিল দারুণ। এই সিনেমায় আমার চরিত্র অন্য সব চরিত্র থেকে একদম আলাদা।"
প্রথমবার বড় পর্দায় মুখ দেখাচ্ছেন এফ এস নাঈম, যাকে সর্বশেষ ২০০৭ সালে গান নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল। তিনি বলেন, "এটা আমার প্রথম প্রধান চরিত্র এবং গল্পটি মানবিক সম্পর্কের, যা দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে।"
এছাড়া, সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, এবং নূর ইমরান মিঠু।
‘জলে জ্বলে তারা’ সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় এবং করোনার মধ্যেই সিনেমার শুটিং শুরু হয়। তিন সপ্তাহের মধ্যে শুটিং শেষ হলেও, মুক্তির তারিখ একাধিকবার পিছিয়ে যায়। মিথিলা বলেন, "শুটিংয়ের অনেক দিন পর মুক্তি পেলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার আশঙ্কা থাকে, তবে এই ছবিতে দর্শক অবশ্যই নতুন কিছু অনুভব করবেন।"
আজ মুক্তির দিনে, ‘জলে জ্বলে তারা’ এবং আরও এক নারীপ্রধান সিনেমা সিনেমাপ্রেমীদের মন জয় করতে প্রস্তুত।
বিজ্ঞাপন