শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৪৩ ২৯ অক্টোবর ২০২৪
সোমবার (২৮ অক্টোবর) দেশটির চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ক্লোথস প্যালেসে শুরু হয়েছে ফ্যাশন, প্রযুক্তি এবং সবুজ ধারণার মাধ্যমে আধুনিক পোশাক শিল্পের সঙ্গে নতুন টেক্সটাইল কাপড়, উৎপাদন প্রক্রিয়া, সাংস্কৃতিক উপস্থাপনা, ডিজিটাল দৃশ্য এবং প্রযুক্তির নতুন অ্যাপ্লিকেশনগুলোর একীকরণের লক্ষ্যে চীনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল। যা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
‘একীকরণ’ থিম নিয়ে ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন এবং চিয়াংশি ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আয়োজনে সহায়তা করে চিয়াংশি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেডারেশন এবং অন্যান্য সংস্থা।
ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির প্রেসিডেন্ট শুয়ে চিয়াবাও, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লিয়াং পেংচেং, চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওয়াং ইং, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্তানের ভাইস প্রেসিডেন্ট নিক মাহেরানসহ দেশ-বিদেশের অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউনাইটেড কিংডমসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক ছাত্রদেরকে ফ্যাশন আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞাপন