জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি

মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি

০৯:১২ ৯ সেপ্টেম্বর ২০২৪

নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্ধ কোটি টাকার বেশি আত্মসাৎ, মাদরাসায় অনুপস্থিত থাকাসহ নানান অনিয়মের অভিযোগে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর চতিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে গনশুনানি অনুষ্ঠিত হয়। চর চতিলা আলিম মাদরাসার হলরুমে শনিবার সকাল ১০টায় গনশুনানি অনুষ্ঠিত হয়। গনশুনানিতে অংশ নেন অত্র মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ চতিলা, বিলডগা, বনমালী, জোতবাগল, চক্কাশী গ্রামের শতাধিক মানুষ।

সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধ

সমকাল প্রতিনিধিকে হুমকি প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধ

০১:৪৫ ৯ সেপ্টেম্বর ২০২৪

গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়ে দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ্। হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করে ঘাটাইল প্রেস ক্লাব ও সুশীল সমাজ।

অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ।

অধ্যক্ষ নিয়োগের দাবিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ।

১২:০৮ ১৫ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপিত

টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপিত

০৭:২১ ১৭ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা ইসলামিয়া আরোগ্যসনদ এর মহা ব্যবস্থাপক ও বাংলাদেশ মেডিকেল (ডেন্টাল) কলেজের সাবেক প্রিন্সিপাল শাহ্ সুফী ড. মুহাম্মদ আমীরুল ইসলাম (পি.এইচ.ডি)। প্রধান বক্তা ছিলেন- করটিয়া সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল হাই।

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

০১:১৪ ২৫ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা ২০২৪। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় চকগোপাল প্রাইমারী স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। চকগোপাল কলকাকলী সংঘ আয়োজিত খেলায় চকগোপাল স্ট্র্র্রাইকার্স বনাম সুন্দরবন সুপার সিক্স অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলায় সভাপতির আসন গ্রহন কনে চকগোপালের বিসিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ¦ কদম আলী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।