শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ ২৫ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস বসতঘরের ওপর পড়েছে। এতে এক পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অত্যন্ত আরও ১৫ জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হালিম (৫৪) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বসত ঘর মালিকের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ শুনতে পাই। ভেবে ছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করেন।
শিশু সন্তানটা দূরে ছিল তাই দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া অপর ঘরে আমার শাশুড়ি ছিলেন, তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এস এস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। হঠাৎ এস এস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বসতঘরের ওপর পড়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন।
বিজ্ঞাপন