বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ ২৫ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ সকাল ১০ টায় তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্মেসী বিভাগে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, ফার্মেসী বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, জেলা সিআইডি এর এসএসপি মো. বেলায়েত হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ।
র্যালি শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। এরপর একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানও করা হয়।
বিজ্ঞাপন