শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ ২৮ সেপ্টেম্বর ২০২৪
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি নেতা নীতেশ রানের সমর্থনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলার সমন্বয়ক, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারন ছাত্ররা। পরে পৌরউদানে এসে সমাবেশ করে তারা।
এ সময় তারা বলেন, ‘রাসুল সা: আমাদের আদর্শ। তাই তাকে অবমাননা আমরা কিছুতেই মানবোনা, মেনে নিতে পারি না। মানবতার শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদকে (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্র্র্র্র্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।’ প্রয়োজনে মুম্বাইয়ের উদ্যেশে লংমারচ করবে বলে হুশিয়ারীদেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন