শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ ২৫ সেপ্টেম্বর ২০২৪
হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিহাতী থানার আয়োজনে থানা কম্পাউন্ডের ভেতরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁঞার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস ছাত্তার, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক,কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইন্জিনিয়ার শহিদুল ইসলাম সিদ্দিকী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ গণেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, যুগ্ম সাধারণ সম্পাদক দাশ পবিত্র প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম।
উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৫৪ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন