বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩০ ২৫ সেপ্টেম্বর ২০২৪
তানজীম ছরোয়ার নির্জনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে দেশে এখনো অরাজকতা চলছে, বিগত পনেরো বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে যারা দেশকে অস্তিত্বিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল ( অবঃ) ফজলে এলাহি আকবর।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গতকাল ভোরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকার নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে এসে তার পরিবারকে সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
এসম তিনি আরও বলেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় বিপ্লব যা দ্বিতীয় স্বাধীনতা বলা চলে সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে যাতে করে আর কখনো ফ্যাসীবাদী সরকার প্রতিষ্ঠা না হয়। যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিক্স সাইজ করতে পারি আর ইলেকশন কমিশনারকে যদি স্বাধীন করতে পারি তাহলে আমাদের দেশে আর ফ্যাসীবাদি সরকার হবেনা।
এসময় লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) সিদ্দিক বলেন,আমরা ৭ জন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা এসেছি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। আমরা চাই নির্জনের হত্যার সাথে যারা জড়িত তারা কঠিন বিচারের আওতায় আনা হোক।
এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) শামসুজ্জামান, রাশেদ, সাঈদ খান ও মেজর সিদ্দিক, মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
বিএনপির এই প্রতিনিধি দল সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জনের বাড়িতে তার মা বাবা ও বোনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন ও কবরস্থানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ও মোনাজাত করেন।
বিজ্ঞাপন