ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

প্রকাশিত: ১০:৩২ ৭ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত। এঘটনায় সিনএনজি চালিত অটোরিকশার চালক আটক।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে কাগমারি পাড়া নামক স্থানে সকাল সাড়ে সাতটায় সিএনজি চালক ঘুমিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল আলীম (৪৮) নামের একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পৌর এলাকার ঘাটান্দী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল থেকে নিজ কর্মস্থলে পরিবারসহ রিজার্ভ সিএনজি চালিত অটোরিকশা যোগে আসার সময় কাগমারি পাড়া কবির ব্রিকসের কাছে চালক ঘুমিয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এসময় সিএনজিটি দুমরে মুচরে যায়। নিহতের মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে রক্ত ক্ষরণ শুরু হয় ও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় সিএনজিতে থাকা তার স্ত্রী ও পুত্র আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষককে মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। পরে নিহতের স্ত্রী ও পুত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন