প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিন: বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর

প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিন: বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

প্রকাশিত: ০৫:৫৯ ১৮ নভেম্বর ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

তিনি আরো বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ হতে দিবেনা। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।

১৭  নভেম্বর  রবিবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত স্মরনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপদেষ্টাদের উদ্যেশ্যে বলেন ,যারা সরকারে আছেন, অথচ আজকে তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আসেননি এর জন্য তাদের মাসুল গুণতে হবে। বিএনপি গুনী মানুষের সম্মান দিতে জানে। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তবর্তী সরকারের কোন উপদেষ্ঠা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এরআগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন