সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন ইবি ভিসি

সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন ইবি ভিসি

'একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ নিতে সোমবার ইন্দোনেশিয়া যাবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির আইন অনুষদের আমন্ত্রণে বিশেষ বক্তা হিসাবে তিনি সেখানে উপস্থিত থাকবেন।

রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতি সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির আইন অনুষদের আমন্ত্রণে বিশেষ বক্তা হিসাবে সোমবার ইন্দোনেশিয়া  যাবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বুধবার ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির অডিটরিয়ামে ৬ষ্ঠ আন্তর্জাতিক স্টুডেন্ট কলোকিয়াম প্রোগ্রামে “একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন" শীর্ষক সেমিনারে তিনি বক্তব্য রাখবেন। সেমিনারে অংশগ্রহণ শেষে ২৩ নভেম্বর (শনিবার) তিনি দেশে ফিরবেন। এছাড়া সেমিনারে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সিথি আনিছ, জার্মানির ব্রান্সউইক ইউরোপিয়ান ‘ল’ স্কুলের অধ্যাপক ড. লুর অছিম ও লিওনি জ্যাপেল, মালয়েশিয়ার ইউ কে এম আইন অনুষদের অধ্যাপক ড. রাশিকা এম খালেদ।

বিজ্ঞাপন