বহিরাগত দ্বারা ইবি ছাত্রী হেনস্তা

বহিরাগত দ্বারা ইবি ছাত্রী হেনস্তা

বহিরাগত দ্বারা হেনস্তার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একজন ছাত্রী। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮ টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে লাইনের বাসে এ ঘটনা ঘটে। পরে ইবি থানায় অভিযুক্তের মুচলেকা নিয়ে  তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ রাজু (৪২)। পেশায় তিনি ইজিবাইক চালক।

জানা যায়, ভুক্তভোগী ছাত্রী কুষ্টিয়া থেকে লাইলের বাসে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন। বাসের মধ্যে অভিযুক্ত রাজু তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করেন। এসময় ঐ ছাত্রীর কাছে টিকিট দেখতে চান রাজু। ভুক্তভোগী টিকিট দেখাতে অস্বীকৃতি জানালে রাজু তাকে হিজাব খোলার জন্য জোর করেন ও তার হাত ধরে টানাটানিসহ নানাভাবে হেনস্তা করেন। পরে বাস থেকে নেমে ভুক্তভোগী তার বন্ধুদের জানালে বন্ধুরা মিলে অভিযুক্তকে ইবি থানায় হস্তান্তর করেন।

পরে অভিযুক্ত রাজুর অভিভাবকের উপস্থিতিতে তার মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন