বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:২১ ২৯ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিকহী মাসআলা প্রতিষ্ঠায় হানাফী মাযহাবের ভূমিকা" শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা বারোটায় আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে মীর মশাররফ হোসেন ভবনের আইন অনুষদের ১২৩ নম্বর সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি তত্তাবধায়ক ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, আলোচকবৃন্দ হিসেবে ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. নাজিম উদ্দীন। এসময় একই বিভাগের অধ্যাপক ড. আবু বকর জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন ও ড. আমজাদ হোসাইন, আইন বিভাগের অধ্যাপক হালিমা খাতুন, ড. শাহজাহান মন্ডল ও ড. নূরুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়াও ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও একই বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীসহ বিভিন্ন বিভাগের ৪৪জন শিক্ষক উপস্থিত ছিলেন।
আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের
অধ্যাপক ড. এ কে এম মুহা. নুরুল ইসলামের তত্ত্বাবধায়নে বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈদুল ইসলাম মজুমদার 'ফিকহী মাসআলা প্রতিষ্ঠায় হানাফী মাযহাবের ভূমিকা' শিরোনামে গবেষণা উপস্থাপন করেন।
বিজ্ঞাপন