চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত কক্ষ নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৫ টি বিভাগের শ্রেনীকক্ষ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে এগারোটায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময়ের পর কক্ষ বন্টনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময় হয়। এছাড়া আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ নিজ নিজ বরাদ্দকৃত শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু করবে পারবে বলে মতবিনিময় সভার একটি সূত্র নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আরবী ভাষা ও সাহিত্য  এবং ফোকলোর স্টাডিজ বিভাগ, চতুর্থ তলায় চারুকলা ও ইসলামের ইতিহাস এবং পঞ্চম তলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন অফিসের জন্য কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, 'আমরা উদ্ভুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগের সভাপতিদের নিয়ে বসেছি। সেখানে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এতে কোনো কোনো বিভাগের একটু ছাড় দিতে হয়েছে। আপাতত এই সিদ্ধান্ত সকল বিভাগ মেনে নিয়েছে।'

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ ঐক্যমতে পৌঁছেছি। আগামী এক-দুইদিনের মধ্যে বিভাগগুলো নিজ নিজ কক্ষে স্থানান্তর হওয়া শুরু করবে।’
উল্লেখ্য, প্রশাসন কর্তৃক কক্ষ বরাদ্দকৃত দেওয়া সত্ত্বেও ব্যবহারের সুযোগ না পেয়ে গত রবিবার ও সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছে  চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকেল ৩টা থেকে অনশন করে রাত ৪টায় অনশন কর্মসূচি করে তারা। 

বিজ্ঞাপন