তানিম তানভীর - বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

তানিম তানভীর - বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

'রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত' ; ইবি অধ্যাপক

'রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত' ; ইবি অধ্যাপক

০৫:৩৯ ১৬ সেপ্টেম্বর ২০২৪

পৃথিবীতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হলে একমাত্র পথ প্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি এসেছেন গোটা মানবজাতির রহমত স্বরূপ। দুনিয়ার যত দর্শন, মনুষ্যসৃষ্ট মতবাদ আছে এগুলোতে কোনো কল্যাণ নেই। রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত। তরুণ ছাত্র সমাজের দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সুফল পেতে সেই পথে অগ্রসর হতে হবে।বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক এ বি এম হিজবুল্লাহ এসব কথা বলেন।