শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৪১ ২৩ সেপ্টেম্বর ২০২৪
সারাদেশে চলমান মব জাস্টিসের বিরূদ্ধে সচেতনতায় 'মবের মুল্লুক' নামে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে রুদ্রদা প্রোডাকশন এ কর্মসূচির আয়োজন করেন।
অনুষ্ঠানে বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন
ইবি মিউজিক এসোসিয়েশন ও ইবি ফটোগ্রাফিক সোসাইটি।
অনুষ্ঠানে বালাদেশের সাংস্কৃতিক গান, কবিতা, পথ নাটক, পোস্টারিং ও কার্টুনে প্রতিবাদী চিত্র প্রদর্শন করে সংগঠনটি।
কর্মসূচির বিষয়ে আয়োজকেরা বলেন, "মব জাস্টিসের নামে আমরা দেখতে পাচ্ছি যখন মতের অমিল হচ্ছে তখন তার উপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হচ্ছে। এমনকি মারতে মারতে মেরেই ফেলছে। আইনের কোনো তোয়াক্কা করছে না। এ ব্যাপারগুলো যাতে ভবিষ্যতে না হয় তার জন্য সচেতনতা সৃষ্টিতে আমাদের এই মবের মুল্লুক প্রোগ্রামের আয়োজন৷ মব জাস্টিসের কোনো সমাধান নয়। আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেন সকলে একসাথে চলি।
বিজ্ঞাপন