• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ বয়কটের খেসারত ভয়াবহ হতে পারে—‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’ বলে সতর্ক করলেন সুজন

বিশ্বকাপ বয়কটের খেসারত ভয়াবহ হতে পারে—‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’ বলে সতর্ক করলেন সুজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:৩৭ ১৪ জানুয়ারী ২০২৬

গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই চুক্তিকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের আপত্তি ও নিরাপত্তা শঙ্কার অজুহাতে শেষ পর্যন্ত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে—ভারত যদি আইপিএলের মতো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একজন বিদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে? এই উদ্বেগ দ্রুতই জাতীয় আলোচনায় পরিণত হয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দফায় আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানায়। একইসঙ্গে বাংলাদেশ সরকারও স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। ফলে এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি আলোচনায় আসে।

তবে বিশ্বকাপ বয়কটের সম্ভাব্য পরিণতি নিয়ে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য ভয়াবহ আর্থিক ও কূটনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

সুজন বলেন, “ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন আপনি টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? আর্থিক আয় ছাড়া আপনি কীভাবে ক্রিকেট চালাবেন?”—তার এই মন্তব্যে স্পষ্ট, বিশ্বকাপ বয়কট শুধু একটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো নয়, বরং দেশের ক্রিকেট ভবিষ্যতের ওপর বড় আঘাত হতে পারে।

সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাটি এখন আর ব্যক্তিগত বা একটি টুর্নামেন্টকেন্দ্রিক ইস্যুতে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, আর্থিক স্থিতিশীলতা ও বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় এক আলোচনায়। সিদ্ধান্ত যাই হোক, এর প্রভাব যে দীর্ঘমেয়াদি হবে—সেই ইঙ্গিতই দিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক ও সাবেক অধিনায়কেরা।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/