• বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ | ১৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিয়ে কেন্দ্রে থাকার ডাক তারেক রহমানের, সংঘাতের আশঙ্কা বাড়ছে

ভোট দিয়ে কেন্দ্রে থাকার ডাক তারেক রহমানের, সংঘাতের আশঙ্কা বাড়ছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৬ ২৭ জানুয়ারী ২০২৬

ভোট দেওয়ার পর কেন্দ্রেই অবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এ বক্তব্যকে ঘিরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের দ্বীপ কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যেতে হবে। সেখানে ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। শুধু ভোট দিয়ে চলে এলে চলবে না, ভোট দিয়ে কেন্দ্রেই থাকতে হবে—যাতে নিজের দেওয়া ভোটের হিসাব কড়ায়–গণ্ডায় বুঝে নেওয়া যায়।

তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তবে এখন নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোটের দিন করণীয় সম্পর্কে তিনি বলেন, মুসলমানদের তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে এবং অন্য ধর্মের ভাইবোনদেরও সঙ্গে নিয়ে সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে অবস্থান করতে হবে। তাঁর এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা সমর্থন জানান।

সমাবেশে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম হাতিয়ার নদীভাঙন, ভূমিহীনতা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জবাবে তারেক রহমান বলেন, ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বিএনপির রয়েছে, যা সরকার গঠন করলে বাস্তবায়ন করা হবে।

সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। তবে ভোটের পর কেন্দ্রেই অবস্থানের আহ্বান নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/